২০০০ টাকার নোট বদলে নয়া তথ্য দিল RBI, কোনও স্লিপ পূরণের প্রয়োজন নেই

02:27 PM May 22, 2023 | News Desk

নয়াদিল্লি: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকছে ২০০০ টাকার নোট, তারপর থেকে আর বৈধ বলা যাবে না এই নোটকে। এমন ঘোষণা করে দিয়েছে আরবিআই। এরপর থেকেই আবার সাধারণ মানুষের মধ্যে কিঞ্চিৎ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এই নোট বদল নিয়ে। যদিও আরবিআই আশ্বাস দিয়েছে যে, পর্যাপ্ত সময় আছে নোট বদলের, তাই চিন্তার কিছু নেই। আগে জানা গিয়েছিল যে কী ভাবে এই নোট ব্যাঙ্কে বদল করতে হবে। এবার সেই নিয়েই নতুন তথ্য সামনে এল। 

রবিবার দেশজুড়ে ব্যাঙ্কের সমস্ত শাখায় একটি গাইডলাইন পাঠিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ২০০০ টাকার নোট বদল করতে অথবা অ্যাকাউন্টে জমা করতে কোনও ‘রিকুইজিশন স্লিপ’ পূরণ করতে হবে না। আরবিআই জানাচ্ছে, দেশজুড়ে তাদের ১৯টি আঞ্চলিক অফিস সহ অন্যান্য ব্যাঙ্কগুলি আগামিকাল থেকে ২০০০ টাকার নোট জমা নেওয়া এবং বদলে দেওয়ার কাজ শুরু করবে। দেশের যে কোনও নাগরিক যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে নোট জমা করতে অথবা বদলাতে পারবেন। এর জন্য তাকে কোনও ব্যাঙ্কের গ্রাহক না হলেও চলবে।