'নোটবন্দি' নয়! আদালতে বলল RBI, সমস্যা বাড়ছে ২০০০ টাকার নোট বদলে

02:27 PM May 24, 2023 | News Desk

নয়াদিল্লি: ২০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পর থেকে তা বদলের প্রক্রিয়া শুরু হয়েছে দেশে। কিন্তু শুরু থেকেই এই নিয়ে বিস্তর অভিযোগ এবং সমস্যার কথা সামনে আসছে। ইতিমধ্যেই আবার নোট বদলের পদ্ধতির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট করেছে যে, এই ২০০০ টাকার নোট বাতিলের সঙ্গে ডিমনিটাইজেশন বা নোটবন্দির কোনও সম্পর্ক নেই। এটা তাদের ‘ক্লিন নোট’ পলিসির অঙ্গ বলে দাবি করেছে তারা। যদিও নোট বদল নিয়ে এক একটি ব্যাঙ্ক নিজেদের মতো নিয়ম মানছে বলে খবর। 

আরবিআই জানিয়ে দিয়েছে ২০০০ টাকার নোট বদল করতে অথবা অ্যাকাউন্টে জমা করতে কোনও ‘রিকুইজিশন স্লিপ’ পূরণ করতে হবে না। এমনকি নোট বদল করার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। কিন্তু বিভিন্ন ব্যাঙ্ক তাদের মতো করে নিয়ম তৈরি করে এই কাজ শুরু করেছে। কোনও ব্যাঙ্ক যাঁদের ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, শুধু তাদেরই পরিচয়পত্র ও ফর্ম পূরণ করতে বলছে, আবার কোনও কর্তৃপক্ষ সকলকেই ফর্ম পূরণ করাচ্ছে। অন্যদিকে কোনও ব্যাঙ্ক কাউকে দিয়ে ফর্ম ফিলাপ না করালেও যাঁদের ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, শুধু তাঁদেরই পরিচয়পত্র জমা নিচ্ছে। দেশের সমস্ত ব্যাঙ্কের জন্য অভিন্ন কোনও নির্দেশিকা না থাকার কারণেই এই সমস্যা হচ্ছে বলে দাবি উঠছে।