আমেরিকার পর ইউরোপিয়ান ইউনিয়নকে রাশিয়া নিয়ে জবাবদিহি ভারতের

08:27 PM May 17, 2023 | News Desks

ব্রাসলস: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই বার বার আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়ানের প্রশ্নের মুখে পড়তে হয় ভারতকে। প্রশ্ন একটাই. রাশিয়ার থেকে কেন জ্বালানি কিনছে ভারত? এবার সেই প্রশ্ন তুলেই ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা জানান ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশ নীতির প্রধান জোসেফ বরেল। রাশিয়ার অপরিশোধিত তেল কেন পরিশোধনে ভারত? এই প্রশ্ন তুলেই ভারতকে বিধছে ইইউ। যার জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। নিজের বক্তব্যে জয়শঙ্কর ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব নীতির কথা মনে করিয়ে দিয়েছেন জয়শঙ্কর। 


তিনি জানিয়েছেন, রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় বিশ্বের দেশগুলিতে রাশিয়ান তেল হিসেবে পরিশোধিত হচ্ছে না, ইউরোপিয়ান ইউনিয়নের ৮৩৩-২০১৪ রেগুলেশন অ্যাক্ট মেনেই ভারত রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যে। ভারত ঘিরে প্রশ্ন তখনই ওঠে, যখন রাশিয়ার অপরিশোধিত তেল শোধিত করে তা ইউরোপের বাজারে পুনঃ বিক্রয় করা হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইউরোপিয়ান ইউনিয়ন মস্কোকে অর্থনৈতিক খাতে কোনঠাসা করার পর, বিষয়টিকে কড়াকড়ি ভাবেই দেখা হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের দাবি, ভারতের রাশিয়ার থেকে তেল কেনা নিয়ম বিরুদ্ধ নয়, কিন্তি সেই তেলকে শোধিত করে ফের বিক্রি করার নিয়মের বাইরে। 
সোমবার ব্রাসলসে এই সংক্রান্ত বৈঠকে যোগ দেন জয়শঙ্কর। যেখানে, তিনি ইউরোপিয়ান ইউনিয়নের প্রশ্নের সম্মুখীন হন। এর আগেও রাশিয়ার থেকে তেল আমদানি ঘিরে প্রশ্ন ওঠে, জয়শঙ্করের জবাব ছিল, দেশের তেলের ঘাটতি মেটানোর পথ বলে দিক আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন। এবারও তাঁর গলায় ছিলে সেরকমই বার্তা।